টাপুর টুপুর মধুর ধ্বনি
অঝোরে ঝরছে বৃষ্টি
কৃষক হৃদয়ে খুশির আবেশ
করবে ফসল সৃষ্টি।


বর্ষা দিনে সবুজ বনানী
করছে উল্লাসে স্নান
টগর গোলাপ জুঁই চামেলি
প্রকৃতির মহান দান।


মেঠো পথে উদাস বাউল
ছড়ায় সুরের খেলা
বাদল হাওয়ায় মেঘের ভেলায়
যায় যে সাঁঝের বেলা।


স্মৃতির পাতায় সোনালী অতীত
শৈশব দেয় উঁকি
সারাটা দুপুর বৃষ্টি ভেজা
নিয়েছি সদাই ঝুঁকি।


বর্ষা এসে জুড়িয়ে দিয়েছে
গ্রীষ্মের তীব্র দহন
শুষ্ক প্রকৃতি পেয়েছে প্রাণ
কৃষক করবে রোপন।


     *****


রচনাকাল  - ২২|০৬|২০২১