বাবুই পাখির বাসার মতো
দুলছে সবার ঘর
ঝড় তুফানে পড়বে ভেঙে
কে আপন কে পর!


সুখের ঘর হাওয়ায় ভাসে
স্বপ্ন খান খান
এক নিমেষে উবেই যাবে
মানুষ নামক প্রাণ!


বাবুই পাখির ছোট্ট বাসায়
আছে খুশির মহল
হঠাৎ যদি নামে তুফান
বাসা হবে বেদখল।


কষ্টে গড়া মানুষের ঘর
যদি হয় বেসামাল
নতজানু হয়ে থাকবে মানুষ
কে ধরবে তার হাল!


বাবুই পাখি গড়বে বাসা
আবার কোনো গাছে
দুঃখ জীবন কান্না মিছিল
সবই যেন মিছে।


  ****


রচনাকাল – ১৫/০৭/২০২১