কাব্যের উঠোনে এখন একাদশীর চাঁদ খেলা করছে
হিমেল বাতাসে থিরথির করে কাঁপছে ঘাসের বুক
নিঃশ্বাসে মিশে যাচ্ছে ঠান্ডা বাতাসের আলপনা ।


ভোরের আলো ছুঁয়ে যায় মানুষের অসুস্থ হৃদয়
আলো ফোটার সাথে সাথেই যেন হাওয়ায় মিলিয়ে যায় আকাশের তারা
শিশির বিন্দুগুলো ঘাসের বুকে জমিয়ে বসছে নীরবে ।


শীত ঘুম ভাঙেনি এখনও ভোর পাখিদের
কুয়াশার চাদরে ঢেকে গেছে দিগন্তের গাছ গাছালি
সমগ্র চরাচর জুড়ে শুধুই সাদা সাদা বরফের মত লাগে ।


খোলা আকাশের নীচে কিংবা বস্তিতে অসহায় মানুষ
শীতের পোশাক নেই বললেই চলে
লেপ কম্বল যা আছে তা  যৎসামান্যই।


বেঁচে থাকার জন্যে সংগ্রাম আজীবন করতে হবে
এটাই ভবিতব্য মেনে নিয়েছে ঐ অসহায় মানুষগুলো
ওদের চাহিদা খুবই কম তবুও বাঁচার জন্যে সেটুকুও নেই ।


         *******