সুখে থাকার মন্ত্র কারুর জানা আছে কী
ফুটপাতের কোলাহল ঠান্ডার ডুবে যাচ্ছে ক্রমশ
নিশুতি রাতে জোনাকির আর্তনাদ তীব্রতর হচ্ছে।


সব্বাই সুখ চায়, ক'জন সুখের কাব্যের হদিশ পায়
পৌষ সং ক্রান্তি পেরিয়ে গেছে, ঠান্ডায় কাঁপছে সারা দেশ
উত্তর ভারত ঢেকে গেছে সাদা বরফের আস্তরণে।


সবুজের বুকে মিশে যাচ্ছে শিশিরের নীরব অভিমান
সুখের রঙমহলে বাসা বাঁধছে অ-সুখের কান্না
বন্য জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অলিখিত সুখের ইমারত।


বধ্যভূমির দিকে এগিয়ে চলেছে মানুষ
ওটা যে ভুল রাস্তা কেউ তা জানে না
শিরদাঁড়া বেয়ে চুপিসারে নামছে মৃত রক্তের হলাহল।


জনম জনম চোখের জল লুকিয়ে রেখে বেঁচে আছে অসুখী মানুষ
বধ্যভূমি হাতছানি দিয়ে  ডাকছে অশনি আবাহনে
অ-সুখের বিছানায় শুয়ে আছে অসুস্থ পরজীবী মানুষ।


              *******


রচনাকাল  - ২৩/০১/২০২২