শরতের শিশির দেয় ভিজিয়ে
হৃদয়ের উপবন
শরৎ মানেই আগমনী গান
মা দূর্গার আগমন।

শিশির ভেজা ভোরের আলো
সুগন্ধ শিউলি ফুল
পুজোর আনন্দে মাতবে সবাই
ভাঙুক সবার ভুল।

আকাশে বাতাসে শিশিরের শব্দ
টুপটাপ করে ঝরে
বেদুইন মেঘ গুটিগুটি পায়ে
ফিরছে আপন ঘরে।

প্রদীপের নীচে এতো যে আঁধার
সবই যাবে কেটে
দুঃখের মেঘ রোদ্দুরে মিশে
কষ্টটা যাবে কী ঘেঁটে?

আগমনী সুরে মুগ্ধ মানুষ
আলোতে ভুবন ভরা
সুখ দুঃখের কাব্য ভুলে
কাটবে সকল জ্বরা।

       *****

রচনাকাল -
৩০শে আগস্ট ২০২৪