দু’দিন ধরে চলছে অবিরাম বৃষ্টি খেলা
ভেসে যাচ্ছে শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের গোটা জেলা
ডুবে গেছে বস্তি সহ শহরের সমস্ত অলিগলি...


উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে আবহ দপ্তর
মাইক নিয়ে চলছে জোর কদমে প্রচার কাজ
যেন একটাও প্রাণহানি ঘটনা না ঘটে ...


যারা জীবন যুদ্ধে লড়াই করছে প্রতিনিয়ত
তাদেরও যেন ভয়ে বুকটা কেঁপে উঠছে
আকাশের মুখ ভার দেখে আশঙ্কার মেঘ জমছে মনে।


পালতোলা নৌকাগুলো কেমন যেন লৎপৎ করতে করতে এগিয়ে চলেছে
মাঝিরাও যেন প্রমাদ গুনছে এক ভয়ংকর ক্ষতির
এমন তো হবার কথা নয় এই শেষ শ্রাবণের বেলায়...


বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনকে দিন
আগে সাধারণত গ্রামেই বজ্রপাতে মানুষের মরণ হত
এখন দেখছি শহরেও বজ্রপাতে বহু প্রাণহানি হচ্ছে, কিন্তু কেন?


         **********