মনের আকাশ ছন্নছাড়া চোখ ভরা শুধু জল
গোপন রাত্রি হাহাকার করে খেওনা নিষিদ্ধ ফল।


ঢেউ ভেঙে যায় চোখের তারায় জ্যোৎস্না আঁধার ভোলায়
যাচ্ছে ডুবে শরীর জাহাজ নেশায় দেহ মাতায়।


শোবার ঘরের বালিশ জানে প্রেয়সীর অভিমান
ওষ্ঠে আগুন স্পর্শ বিহীন সুখ হয় বলিদান।


পায়ে নূপুর হৃদয় দুপুর শৈশব ফিরে আসে -
কৈশোর ছেড়ে যৌবন ভাবে সুখটি থাকবে পাশে।


জোনাকি আলো সন্ধ্যা তারা ছল ছল নদী জল
ভালোবাসা আজ প্রতিদান চায় জল ভরা চোখে নেই ছল।।


            *********