ব্যালকনিতে এখনও রোদ্দুর এসে পৌঁছোয় নি
হালকা হিমেল বাতাস বুকে শিরশিরানি ধরায়
চৈত্রের শেষ কটা দিন প্রখর তাপের প্রতীক্ষায়
ধুলো ঝড়েও শুরু হয় নবান্ন উৎসবের মাদকতা।


হাঁটুজল ভেঙে পার হয় অসহায় দামোদরকে
ভরা বর্ষায় ওর ভয়ংকর রূপে স্তব্ধ মানুষ
গঙ্গা ভরে ওঠে দূষিত আবর্জনায় ...
সব দূষণ বুকে নিয়ে চুপচাপ বয়ে চলে।


ফ্রক পরা মেয়েটা কবে ধরলো শাড়ি
শরীরে এসেছে জুঁই ফুলের মধুর সুবাস
নবান্ন উৎসবের প্রতিশ্রুতি সারা শরীর জুড়ে
চোখের কাজলে ফিঙে ডাকা ভোর।


ব্যালকনির রোদ্দুর মিইয়ে গেছে কখন
মনের উঠোন জুড়ে সূর্যাস্তের হাতছানি
গঙ্গায় ভরুক দূষণ দামোদরের জল যাক শুকিয়ে
এবার বন্যা আসবে অষ্টাদশীর পোড়া শরীরে।


শুরু হবে নবান্ন উৎসব প্রস্তরযুগের মতই
তৃষ্ণার জল শুকিয়ে যায় শাড়ির গোপন তন্ত্রীতে
পূর্ণিমার চাঁদ গোগ্রাসে গিলছে কুমারী শরীর
ব্যালকনি এখন রাত্রির উপবাস ভাঙছে।।


          *****


রচনাকাল - ০৫/০৪/২০১৮