জ্যোৎস্নার রূপমুগ্ধ আলোয় ভেসে যায় বালুচর
ফালি ফালি মেঘ অক্ষর মালার মতো
দিশাহীন উড়ে বেড়ায় দূরের আকাশে।


সান্ধ্য পাখিদের ঘরে ফেরার তাড়া নেই
জলপ্রপাতের অবিরাম শব্দে নীরবতা ভেঙে যায়
আদিম যুগের নারীর উলঙ্গ সভ্যতা তুমি নও।


আটপৌরে শাড়ীতে লুকিয়ে রেখেছো গোপন উৎসব
বালুচরে শুয়ে আছে তোমার জ্যন্ত শব ...
তবুও কী আগুনের হলাহল শরীর জুড়ে।


আগুনের ভিতরে হাঁটছি মধ্যরাত অবধি
বৃষ্টির এখন উপবাস চলছে –
পূর্ণ চাঁদের আলোয় হেঁটেছি বালুচরে।


রাত কেটে যায়, চাঁদ ডুবে যায় ...
খেলা শুধু খেলা, বালুচর জুড়ে কাদা।।


         ********