বালুশিল্পে তৈরি হয় নানান অপরূপ মূর্তি
ভঙ্গুর বালুশিল্পের স্থায়িত্ব ক্ষণজন্মার মত
ফটো তুলে ছড়িয়ে দাও সোশাল মিডিয়ায়
তবেই বেঁচে থাকবে বালুশিল্পের জীবন!


সমুদ্র ঢেউ আছড়ে পড়ে বালুশিল্পের বুকে
নোনা জলে মিশে যায় বালুশিল্পীর শিল্প সৃষ্টি
শিল্প বেঁচে থাকবে চিরকাল মানুষের মনের ক্যানভাসে
ক্ষণস্থায়ী জীবনে বালুশিল্প প্রাণ পায় শিল্পীর দুটো হাতে!


প্রতিটি সমুদ্র সৈকতে পর্যটকদের আকর্ষণ করে এই শিল্প
কখনো আঁকে তারা জীবনে না বলা কথা ...
ভঙ্গুর বালুতেই প্রাণ ফিরে পায় মানুষ্য জীবন
কখনো বা মনিষীদের অবয়বে ফুটে ওঠে জীবন্ত ছবি!


জীবন আলক্ষে রচিত হয় সভ্যতার গান –
বালুশিল্পী সৃষ্টি করে অপরূপ নগর সভ্যতা
সে সমুদ্র উপকূলে হোক বা ক্যানভাসে
শিল্পী ও শিল্প দুইই বেঁচে থাকবে তাদের অমর সৃষ্টিতে!


     ********