বাংলা আমার প্রাণের ভাষা
    বাংলায় বলি কথা
যতই দুঃখ থাক হৃদয়ে
   ভুলি সকল ব্যথা।


রবীন্দ্র নজরুল বাংলা ভাষায়
   দিয়েছেন নতুন প্রাণ
নোবেল এসেছে বাঙালীর ঘরে
  এ যে বাংলার মহা দান।


সহজ পাঠের সহজ কথা
  বাঙালী যাবেনা ভুলে
বিশ্বের কাছে বাংলা ভাষাকে
  বাঙালী ধরেছে তুলে।


অমূল্য সৃষ্টি বাংলা ভাষাতেই
   বাঙালী হয়েই গর্ব
সৃষ্টির মাঝে অমর বাঙালী
   বাংলা হবেনা খর্ব।


বিশ্ব মননে বাংলা ভাষা
   রইবে উপরে স্থান
সব মানুষই বাংলা ভাষাকে
   দেবেন চির সম্মান।


     ****