অসমের নদী গুলো ফুঁসছে  -
জলের স্রোতে হারিয়ে গেছে সুখের ইমারত
বসতবাড়ি ভেসে গেছে অকুলপাথারে  -
মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।


গৃহ পালিত পশু থেকে মানুষের আসবাব সবই জলের তলায়
আকাশে মেঘের ঘনঘটা, মেঘ ভেঙে নামছে বৃষ্টি
এতো বৃষ্টি দীর্ঘ কয়েক দশক দেখে নি কেউই
অসম যেমন জলের তলায় ডুবে আছে তেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই।


গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ
আবহাওয়া অফিসও সঠিক কোনো বৃষ্টির খবর দিতে পারছে না
প্রকৃতির এমন বৈষম্যে কেন দেখে অবাক সব্বাই


জল বাড়ছে, মানুষের বেঁচে থাকার লড়াইটা চিরকালীন
প্রকৃতি মানুষের যুদ্ধ যেন লেগেই আছে
পরাজয় মেনে নেওয়া ছাড়া উপায় কোথায়
জলের তলায় ডুবে আছে স্বপ্নের অমৃতকুম্ভ।


            ******


রচনাকাল  - ২৬|০৬|২০২২