যখন সূর্যদেবের শরীর ক্লান্তিতে
পশ্চিম আকাশে নামছে
ঠিক তখনই ধর্মতলার মোড়ে


খরস্রোতা নদীর মতো
জনতার নেমেছে ঢল
তারই ভিতর থেকে হুশহাস
বেরিয়ে যাচ্ছে বিবিধ যানবাহান
হঠাৎ এক বাচ্চার মর্মভেদী চিৎকার
বাপজান …


বাসের নীচ থেকে ভেসে আসছে
রক্তের স্রোত …
সবশেষ!
উন্মত্ত জনতার ক্রুদ্ধ আস্ফালনে
দাউ দাউ করে জ্বলছে বাস -


অসহায় পিতার বুকফাটা হাহাকার
মিলিয়ে যায় জনতার চিৎকারে...


            ******


রচনাকাল - ০১/১২/১৯৯৪