বরং আমরা ফিরে যাই ঘরে -
সুখের খোঁজে বেরিয়ে ছিলাম পথে
ঘুরতে ঘুরতে ক্লান্ত আঁধারে হারিয়ে গিয়েছি।


বরং আমরা অভাবকে বুকে জড়িয়ে ঘুমাই
চাঁদের আলোয় বেঁচে থাকার গান গাই
ছেঁড়া কাপড়ের মর্যাদা রাখতে চাই চিরকাল।


বরং আধপেটা খেয়ে ঘুমিয়ে পড়ি মাটির দাওয়ায়
চোখের নীচে কালি পড়ুক অমাবস্যার আঁধারের মতো
যে দাগ উঠবে না আজীবন ...


বরং সুখ খোঁজাটা ছেড়েই দেবো -
দুঃখের বিছানায় বিষাদ রোদ্দুরই অনেক ভালো
হৃদয় মহাকাব্যে লেখা হোক গ্রিক দেবতার প্রতিমূর্তি।


বরং আমরা যেমন আছি তেমনি ভালো
প্রকৃতির ছায়ায় বেড়ে ওঠা যেন ঘুমন্ত রোদ্দুর
বরং অমৃতের হাসিতে হারিয়ে যেতে ইচ্ছে বারংবার।


              *******


১১ই নভেম্বর ২০২২