এ ওর ঘাড়ে দোষ চাপিয়ে সবাই ভীষণ ক্লান্ত
অপরাধী মুচকি হাসে সব্বাই হচ্ছে বিভ্রান্ত!


গলাবাজিতে কে যে প্রথম কার যে হল জিত
সবাই এখন সাজছে সাধু মাইকে ছড়ায় গীত!


ধূলার পরে মূর্তি গড়ায় বাঙালি জাগবে কবে
রাজনীতিটা থাকনা তোলা দোষীকে ধরতে হবে!


বিদ্যাসাগর নীরব তবুও উনি যে মাতৃভক্ত
‘বর্ণপরিচয়’ বোধ হয়নি সবার মনটা ওদের শক্ত!


তুমি হলে বিদ্যার সাগর অসীম তোমার জ্ঞান
দেশের মানুষ পায়নি শিক্ষা ওরা যে বড্ড অজ্ঞান!


দোষীর শাস্তি চাই সকলেই মূর্তি ভাঙলো যারা
বিচার নিয়ে নয় প্রহসন দেশের শত্রু ওরা!


        *****