পুজোর ছুটি হয়েছে শেষ আবার খুলেছে স্কুল
সামনে আছে কঠিন লড়াই ভাঙবে যত ভুল!


ফুর্তি তুমি যতই করো পড়বে ঠিকই ধরা
পরীক্ষার খাতার নম্বর দেখেই চোখ শুকিয়ে মরা!


ভাঙবে বাড়ি পিঠে তোমার বাবা ভীষণ রাগী
নম্বর কম পেলেই সাজা তুমিই আসামী দাগী!


চোখের জল যাবে শুকিয়ে ভাত তোমার বন্ধ
যতই কাঁদো মায়ের কাছে ভয়ে মাও অন্ধ!


মোবাইলে খেলা বন্ধ হবে, বন্ধ কার্টুন দেখা
একী জ্বালা আর পারিনা শুধুই পড়া লেখা!


কাড়ি কাড়ি নম্বর চাই হতেই হবে প্রথম
দ্বিতীয় হলে কেন হবে প্রশ্ন হাজার রকম!


বারো মাসে তেরো পার্বণ বাচ্চার যত দোষ
বাড়িতে আছে টিভি মোবাইল কিনছে নন্দ ঘোষ!


শাসন শুধুই বাচ্চার বেলা তোমরা সবাই সাধু
টিভি মোবাইল দেখছে সবাই খাবেই যত মধু!


          ****