মেঘ বলছে এসেছি দুয়ারে
এবার হবে বৃষ্টি
আষাঢ় মাসে ভেজাবে সবই
তবেই হবে সৃষ্টি।


মনের নদী শুকিয়ে মরা
ভাসবে হৃদয় কূল
নদী পুকুর চাষের জমি
ভাঙবে যতো ভুল।


যে নদীতে হেঁটেই মানুষ
নদী হত পার
বর্ষা এলেই সেই নদীও
গর্জে ওঠে ধার।


সুখ দুঃখের সাথী নদী
কান্না মুছে দেয়
বন্যা হলেই নদীর বুকে
সবই গিলে নেয়।


টাপুর টুপুর বৃষ্টি হলেই
কৃষকের হাসি মুখ
ভিজবে মাটি ভিজবে কৃষক
নেই তো কোনো দুখ।।


       ******


রচনাকাল  - ১৬|০৬|২০২২