সারাটা দিন আকাশ জুড়ে মেঘের অট্টহাসি
আবার কখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে
রাস্তাঘাট কাদায় প্যাচ প্যাচ করছে -
বর্ষাকালে এমন অবস্থা প্রায়ই চোখে পড়ে।


অবিরাম বৃষ্টিতে ভেসে যাচ্ছে শহরতলির অলিগলি
ভরা বর্ষায় নদীগুলোর পাগলামো বেড়েই চলে
শান্ত নদ নদীগুলো ক্রমেই ফুঁসে উঠছে ...
আকাশে এখন মেঘ রোদ্দুরের অবিরাম খেলা।


মরা শ্যাওলার দল জেগে উঠছে ক্রমশ
স্রোতের টানে ভেসে যাচ্ছে নদী পুকুর পেরিয়ে
সারা বছরের আবর্জনা পরিষ্কার হয়ে যায় এই বর্ষায়
তীব্র দহন থেকে প্রকৃতি কিংবা মানুষের মেলে মুক্তি।


বৃষ্টির সাথে সাথে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যায়
জমির ফাটা বুকে শান্তির বাতাবরণ বয়ে আনে
শুষ্ক সবুজ বনানী ভিজতে ভিজতে শীতল হয়
জীবনের গান গাইতে গাইতে কৃষকরা কৃষিকাজ করে।।


       *******


রচনাকাল – ২১/০৬/২০২০