শিরশিরে বাতাসে দুলছে আষাঢের পদধ্বনি
বৃষ্টির গান নিয়ে বসে মৌসুমি বাতাস।


ঝড়ো দাপটে মুছে যায় অচেনা সময়ের স্রোত
ফিসফিস করে কথা বলে অশ্বমেধের ঘোড়া।


স্পর্শহীন অন্বেষণে খুঁজে বেড়াই বর্ষার কলতান
কোথা থেকে ভেসে আসে আদিম বুনো গন্ধ।


মন্দ বাতাসে আটপৌরে শাড়ির পাগলামি
সম্ভোগে ডুবে যায় হলুদ রঙের শাড়ি।


বৃষ্টির ঝাট আসছে খোলা জানালা থেকে
গনগনে ঠোঁটে গোপন রাতের কথা লেখা হয়।


বিরহী মন বৃষ্টিতে ডুবে যায় সারা রাত
চোরা পথে শরীর ভিজে যায় উদ্ধত উত্তাপে।।


             *******