আকাশ জুড়ে বর্ষার মেঘ
দিনটাও আঁধারে ভরা
অনাবৃষ্টিতে ভুগেছে দেশ
কাটবে এবার খরা।


ঈশান কোণে মারছে উঁকি
বর্ষা মেঘের দল
সবুজ বনানী হাসবে এবার
প্রকৃতির নেই ছল।


গ্রীষ্ম দহনে পুড়ছে মানুষ
ফেটে চৌচির জমি
তৃষ্ণার জল গেছে শুকিয়ে
জীবন হল মরুভূমি।


বাদল মেঘে আশার আলো
দেখছে কৃষক ভাই
বর্ষার জলে হবেই চাষ
প্রকৃতি অপরূপ তাই।


ছয়টি ঋতুর একটি ঋতু
বর্ষা ঋতু সেরা
কৃষকের মুখে চওড়া হাসি
শস্য শ্যামলায় ভরা।


   ****


রচনাকাল – ০১/০৭/২০২১