দুঃখের রোদে পুড়েছে মানুষ
বিগত একটি সাল
মারণ রোগে মৃত্যু মিছিল
ফিরবে কবে হাল?


মুখের হাসি নিয়েছে কেড়ে
অভুক্ত কোটি প্রাণ
পরিযায়ী শ্রমিকের পথেই মরণ
ঈশ্বরের মিলবে দান?


পুরনো বছর চাইছে ভুলতে
ভোলা কী সহজে যায়
চাকরি হারিয়ে আঁধার জীবন
অভাবটা গিলে খায়।


মাথার উপর ঋণের বোঝা
জোনাক জ্বলা রাত
দুঃসহ দিন কান্না মুছিয়ে
জুটবে দুমুঠো ভাত?


এসো সবাই শপথ করি
বর্ষ বিদায়ের দিন
প্রভাত আলোয় স্বপ্নের রঙ
হৃদয়ে খুশির বীণ।


   *****


রচনাকাল – ১২/০৪/২০২১