বারুদ গন্ধ (অনুকাব্য)
***************


যুদ্ধের দামামা আকাশ জুড়ে
বাতাসে বারুদ গন্ধ
প্রতিবেশী দেশ আসছে এগিয়ে
বিদেশি পণ্য বন্ধ!


লাভ লোকসান পরে হবে
সবার আগে দেশ
অমূল্য জীবন হল বিসর্জন
রইবে তারই রেষ!  


   ****


কৃষক (অনুকাব্য)
************


সবুজ বনানী হাসছে আবার
ভিজছে আয়েশ করে
বর্ষা ঋতুর অপার মহিমায়
খুশিতে হৃদয় ভরে।


জমির বুকে লাঙল চালিয়ে
করবে কৃষক চাষ
সোনালী ফসল আসবে ঘরে
প্রকৃতির তারা দাস!


গাইছে গান পথিক বাউল
কৃষকও ধরেছে তাল
হাসি মুখে ভিজছে তারা
ফিরবে কৃষকের হাল!


   ****