অলস সময়ের বুকে ছুরি মারছে রোদ্দুর
ক্রমশ আস্ফালন দেখায় মরা রোদ্দুরের তেজ
শীত পোশাক খুলে যাচ্ছে সময়ের তালে তালে।


একটু একটু করে শীতের কষ্ট থেকে মুক্তি পাচ্ছে মানুষ
বসন্ত ঋতুর ছোঁয়া দেখা দিয়েছে শিমুল পলাশের বুকে
মুকুলে ভরে গেছে আম গাছের শাখায় শাখায়।


বসন্তকাল মানে উদাসীন হৃদয়ে রঙের মরমী পরশ
মন যমুনায় জেগে উঠছে ভালোবাসার আকুতি
প্রকৃতির অপরূপ শোভায় মেতে ওঠে মানুষের মন।


কৃষ্ণচূড়ার শাখায় শাখায় আবীর রঙের লাল শোভা
পাতা ঝরে গিয়ে মরা গাছেও এসেছে নতুন মঞ্জরী
ছন্দ বিহীন জীবনে মানুষও যেন পেয়েছে মুক্তির স্বাদ।


গোধূলির শেষ আলো নিভে যেতেই মাঘী পূর্ণিমার উৎসবে মত্ত সব্বাই
জ্যোৎস্নার আলো বালুচর ছেড়ে মানুষের জীবনও আলোকিত করে
বসন্তের ছোঁয়ায় প্রতিটি হৃদয় হয়ে উঠবে খুশির রঙে রঙিন।।


          *******


রচনাকাল – ২৭/০২/২০২১
বাংলা – ১৪ই ফাল্গুন ১৪২৭ // মাঘী পূর্ণিমা