হৃদয়ে লেগেছে খুশির আবেশ
বসন্ত এসেছে দ্বারে
শাখায় শাখায় এসেছে মুকুল
নুয়েছে ডাল ভারে।


শিমুল পলাশ বসন্ত দিন
আবীর রাঙানো ভোর
পরিযায়ী পাখি ফিরছে ঘরে
খুলে দাও বাহুডোর।


দখিনা হাওয়ায় দিয়েছে খবর
শীতের হয়েছে ছুটি
শীতকে ডেকে বলছে আকাশ
ফিরে যাও গুটিগুটি।


গরীব হাসছে শীতের বিদায়ে
কষ্টে কেটেছে রাত
ঠাণ্ডায় কাঁপে অভুক্ত কত
দুমুঠো জোটেনি ভাত।


মনের দুয়ার খুলছে ধীরে
ফাগুন পরশ পেয়ে
ভালোবাসা মন স্পর্শে জাগে
সজনকে কাছে পেয়ে।


আকাশ জুড়ে রামধনু রঙ
রঙিন হবে হৃদয়
শীতের কষ্ট যাবেই ভুলে
বসন্ত ঋতু সদয়।


   ****