বসন্ত পঞ্চমীর রোদ মাখতে মাখতে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা
ভোরের হিমেল বাতাসের ছোঁয়ায় জেগে উঠছে মরশুমি ফুল
বাকদেবীর আরাধনায় মেতে উঠেছে স্কুল কলেজ ক্লাব
বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোর ছোঁয়া চিরকালীন।


বিদ্যা দেবীর আরাধনায় কার কত বিদ্যা লাভ হবে সেটাই এখন গৌণ্য
বই ছেড়ে সবাই ব্যস্ত মোবাইল ফোন নিয়ে -
আধুনিক জীবনে সব্বাই এগিয়ে চলেছে দুরন্ত গতিতে
সরস্বতীর পূজা অর্চনায় দেবীর কৃপা কতটা মেলে সেটাই দেখার!


বসন্ত পঞ্চমীর দিনটাকে অনেকেই বলে প্রেমে পড়ার দিন
লাল সবুজ হলুদ আবীরের ছোঁয়ায় মানটাও হয়ে ওঠে রঙিন
ভালোবাসার সৌরভে আমোদিত হয় তরুণ তরুণীরা
প্রেমের উদ্যানে রঙ লেগেছে হিম পড়া বাতাসের ছোঁয়ায়।


পুজোর আয়োজন করতে সব্বাই এখন হিমশিম খাচ্ছে
ফলমূল থেকে সবই কিছুর দাম আগুন ...
কিন্তু আনন্দ উৎসবের কোথাও কোন ঘাটতি নেই
পুজো আসে পুজো যায়, প্রেমে পড়ার দিন সক্কলে মনে রাখে আজীবন।


          *******