বশীকরণ মন্ত্র জানা নেই -
তবুও যেন অজানা টানেই কাছে এসেছো তুমি
হিমেল বাতাসের মত নীরবে চুপিসাড়ে।


আমার তো কিচ্ছু নেই -
কেন তবে বারবার ছুঁয়ে যাও হৃদয়
কার্পাস তুলোর মত নরম ভালোলাগার স্পর্শ।


বশীকরণ মন্ত্র শিখিনি কারুর কাছে
তবু যেন মনে হয় বশীকরণ মন্ত্রেই কাছে এলে তুমি
শ্যামলা ছিপছিপে মেয়েটার মধ্যে কী এমন দেখলে!


ভালোবাসার মন্ত্র আমি জানি না
তবুও তুমি শেখালে কী করে ভালোবাসতে হয় -
তোমার স্পর্শে বিশল্যকরণীর মত সারা শরীর কেঁপে উঠলো।


কোনো মন্ত্র লাগে না ভালোবাসার জন্যে -
প্রচণ্ড শীতেও মনে হয় আজ শরীরে বসন্ত উৎসব
জ্যোৎস্না আলোয় ভেসে যাচ্ছে আমার ভালোবাসার ঘরদুয়ার।


         **********


রচনাকাল – ১৫/১২/২০২০