মেঘের সাথে হয়নি কথা
বাতাস কথা কয়
পাখির ডানায় নামছে শীত
গরীবের করে ভয়।


পাখির অধরে সোনালী রোদ
সাঁঝ বিকেলের কথা
পড়ন্ত রোদ কুড়িয়ে মানুষ
ভাবে জীবন বৃথা।


কলতান করে সাঁঝের পাখি
ফিরছে আপন নীড়ে
মানুষ কেমনে যায় হারিয়ে
অচেনা মানুষের ভিড়ে।


পাখিরা গাইছে শীতের গান
মানুষ হয়েছে বোবা
শরীরে লাগছে শীতের কাঁপন
ঠাণ্ডা মারছে থাবা।


ছয়টি ঋতু একটি বছর
দুপাটি দাঁতই নকল
শীতের দাপটে শরীর কুপোকাত
বয়স নিচ্ছে দখল!


   ****