দেবদারু পাইন আনমনে হাসে
বাতাস দেওয়াই মানা
নিধন করছি গাছের বংশ
আমরাই আসল কানা!


বুকের ভেতর বাজছে দামামা
নিঃশ্বাস নিতেই কষ্ট
তবুও কাটছি লক্ষ গাছ
মোদের জীবন নষ্ট!


পৃথিবী জুড়ে দূষণে ভরা
বাতাসে বিষের গন্ধ
গাছ বসিয়ে প্রাণ বাঁচাও
নইলে জীবন অন্ধ!


সুখের জীবনে এনেছি অসুখ
হৃদয়ে ভরেছি দূষণ
মুক্তির পথে হয়েছি অবুঝ
প্রকৃতি করছে শোষণ!


গাছ নিধন বন্ধ হলেই
বাঁচবে মোদের প্রাণ
সুখের ঠিকানা গাছের বুকে
প্রকৃতির মহা দান!


   ****