ঘুমিয়ে পড়েছে খেলার মাঠ
স্কুল এখনও বন্ধ
আকাশ জুড়ে ঘুড়ির মেলা
বাতাসে পুজোর গন্ধ।


জমছে ধুলো বই খাতাতে
মোবাইল ফোনে খেলা
অলস দুপুর আসেনা ঘুম
মন খারাপের বেলা।


মায়ের বকা বাবার রাগ
আমায় নিয়ে ঝগড়া
সকাল সন্ধ্যা পড়বো কতো
শরীর দিচ্ছে বাগড়া।


আসছে পুজো বলছে সবাই
বন্ধ ঠাকুর দেখা
ঘরে বসেই দেখবো ঠাকুর
এই কী কপালে লেখা!


ছোটদের নিয়ে করছো শাসন
মনটা বলছে উড়ি
আর কতকাল বন্দী জীবন
আকাশ জুড়ে ঘুড়ি।


   ****


রচনাকাল – ১০/০৯/২০২১