সহজপাঠ পড়তে গেছি ভুলে
ঠোঁটের হাসি রেখেছি আমরা খুলে
ছল চাতুরি কেন সবাই  করি
লোভের বসে নিত্যদিনই মরি।


নিঃশ্বাস নিতে ভীষণ হয় কষ্ট
প্রকৃতির ভারসাম্য করছি সদাই নষ্ট
বাতাস বইছে দূষণ ভরা বিষ
আয়ু শেষ, বলছে যে ফিসফিস!


দিনের আলো লাগছে বড়ই কালো
সবাই ভাবছে এবার হবেই ভালো
বাতিল মানুষ বাঁচতে শুধুই চায়
প্রদীপ শিখায় ওতেই আলো পায়।


সহজ ভাষা সহজে ক'জন বোঝে
বাতিল মানুষ আজও কাজ খোঁজে
কাজ হারিয়ে মানুষ হয়েছে ফতুর
মানুষ নিজেকে ভাবে ভীষণ চতুর।


ফুলের গন্ধে হৃদয় জুড়িয়ে যায়
দুমুঠো অন্ন দুবেলা মানুষ চায়
ভেসে আসছে মিষ্টি ভাতের গন্ধ
বাড়ছে রাত, বাতিল মানুষ অন্ধ!


        ******


১৫ নভেম্বর ২০২২