খোঁপায় ফুল কানেতে দুল
বিয়ের সানাই বাজে
রিনিক ঝিনিক নূপুর ধ্বনি
সাজছে বিয়ের সাজে।
লাজুক আঁখি লম্বা বেনী
আলতা পরেছে বধূ
খোঁপায় আছে রজনীগন্ধা
সোহাগেই পাবে মধু।
হাসিতে যেন ফাগুন হাওয়া
ভালোবাসার কথা বলা
হৃদয় নদীতে এসেছে জোয়ার
একসাথে পথ চলা।
গোপন কথা থাক গোপনে
স্বরলিপি গান হয়
দুটি হৃদয়ের নীরব ঝড়ে
ভালোবাসার হয় জয়।
খোঁপার ফুল যায় শুকিয়ে
গোলাপ রজনীগন্ধা
ভালোবাসা মধুর খেলা
সকাল গড়িয়ে সন্ধ্যা।
******
রচনাকাল -
২৮শে মে ২০২৫