নীল জ্যোৎস্নায় দাঁড়িয়ে সাহিত্যের ঈশ্বর
চির অমর হে মহাপুরুষ
ধূসর মেঘে ঢেকে যায় সাহিত্য
কিন্তু তোমার সৃষ্টি চির অম্লান।

সাহিত্যে নোবেল -
জাতীয় সংগীতের স্রষ্টা
সাহিত্যের সব ক্ষেত্রেই তোমার অবাধ বিচরণ
তুমিই বিশ্বকবি ভারতবাসীর অহংকার।

বাইশে শ্রাবণ তোমার অমরত্ব প্রাপ্তি
মানুষ মরণশীল -
বিশ্বকবির মৃত্যু হয় না
তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে চিরকাল।

           ******