খিলখিলিয়ে হাসছে শিশু
চাঁদের আলো দেখে
হাসিতে তার ঝরছে সোনা
ধুলো মাটি মেখে।


বুকের দুধের সুমিষ্ট স্বাদ
পেয়েছে অনেক ভুখ
সব শিশুরা পায় না দুধ
শুকিয়ে মায়ের বুক।


শিশুর হাসি লাগে ভালো
ক'জন শিশু হাসে
অপুষ্টির শিকার লক্ষ শিশু
ভালো ক'জন বাসে?


বস্তি ঘরে স্বপ্ন দেখে
লক্ষ শিশুর দল
জীবন যেন বেওয়ারিশ দলিল
মিথ্যে কেন ছল!


মুখের হাসি যাবেই উবে
হয় না দীর্ঘস্থায়ী
শিশুর হাসি হলো কান্না
কারা বলো দায়ী?


      ******


রচনাকাল  - ২২|০৬|২০২২