অজানা কথা লুকিয়ে আছে
বেদনার বালুচরে
অশ্রু মুছে হাসছি তবুও
নিজেকে উজাড় করে।


এক পশলা বৃষ্টি শেষে
আকাশ যেমন হাসে
মন যমুনার জলসাঘরে
স্মৃতিটা তখনি ভাসে।


উদার হৃদয় শিউলি ফুলের
সুবাস দিয়ে ঢাকা
রঙিন ছবি ধূসর হয়ে
পথটা হয়েছে বাঁকা।


শরৎ মেঘে খুশির খবর
আসছে পুজোর গন্ধ
দুঃখ ভুলে জীবন আবার
দেখবে নতুন ছন্দ।


এতো আয়োজন এতো উপাচার
সবই হবে বিফল
দূর্গা মাগো তোমার দয়ায়
উৎসব হয় সফল।


   ****