ঘুড়িগুলো যাচ্ছে কেটে আকাশ হচ্ছে ফাঁকা
শূন্য লাটাই মাঞ্জা সুতো মাথায় বিশাল ঝাঁকা।


ঝাঁকার ভিতর আছে এখন সাঁঝ বিকেলের কথা
নামলে আঁধার যায় হারিয়ে সকল দুঃখ ব্যথা।


ব্যথার কষ্ট বোঝে ক’জন দেখে হাসি মুখ
হাসির আড়ালে লুকিয়ে আছে লক্ষ কোটি দুখ।


দুখের সাগরে ভেসে চলি ভাঙ্গন গভীর খাদে
গরীব মানুষ লড়াই করে পড়ে সদাই ফাঁদে।


ফাঁদেই লেখা মরণ কাব্য অধরা সুখের খোঁজ
লক্ষ মানুষ অভুক্ত আজও কোথায় পাবে ভোজ!


ভোজের খবর পাবে ঠিকই ডাকছে আকাশ ঘুড়ি
ঝিনুকের মাঝে পাবেই মুক্তো সব নয়তো নুড়ি।


     ******


রচনাকাল – ১৭/০৯/২০২১