চোখে আছে রোদ চশমা কানে আছে মুঠোফোন
শীত গ্রীষ্ম বারোমাসই হৃদয়ে ফোনটা যখের ধন!


রোজ দু’বেলা জুটুক নাজুটুক ফোনে ভরা টাকা
রাত্রিবেলা বাড়ি ফিরে দেখে হাঁড়িতে ভাত ফাঁকা!


ক’দিন থেকে মায়ের জ্বর ওষুধ আনার কথা
ফোন ব্যস্ততায় সবই ভোলে বাড়ছে বুকে ব্যথা!


রোজই ভাবে কিনবে ওষুধ হয় না কিছুই কেনা
হাসি মস্করা বন্ধু বান্ধব মদের দোকানে দেনা!


একদিন এক গভীর রাতে মা চিল্লায় – খোকা
ছুটে গিয়ে ছেলে দেখে - হল না শেষ দেখা!


মায়ের চিতা দাউদাউ জ্বলে স্মৃতিতে রইবে রেশ
বুকের মাঝে দ্বিগুণ আগুন একটা ভুলেই শেষ!


সুখের সময় নিয়েছে কেড়ে ফোনই হল মায়াজাল
ফোনটা দিল মায়ের চিতায় ভুলো না ভাবীকাল!


       ********