ভাইবোনের মধুর সম্পর্কের মিলনগাঁথা ভ্রাতৃ দ্বিতীয়া
বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল পরম্পরা –
ভাইয়ের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেয় বোনেরা
এই চন্দন ফোঁটাই নাকি যমের দুয়ারে কাঁটা দেওয়ার ব্রত!


ভাই বা বোনেরা যে যেখানেই থাকুক না কেন
সবাই চেষ্টা করে ভাতৃদ্বিতীয়ার উৎসবে হাজির হওয়ার
বোনেরা অন্তর থেকে কামনা করে তার সব ভাইরা
সমস্ত বিপদ থেকে মুক্ত থাকুক ...


বারো মাসে তের পার্বণের মতই ভাইফোঁটা এক পার্বণ
দীপাবলির একদিন পর এই ব্রত পালন করে বোনেরা
ভ্রাতৃ দ্বিতীয়া এখন বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয়
এই মহামিলনের উৎসব থেকে কেউই বাদ যায় না!


প্রত্যেকেই ক্ষমতা মত আয়োজন করে মিষ্টি উপহার সামগ্রী
বিশ্বাস ভালোবাসা স্নেহ বন্ধনের মিলন তীর্থ ...
বিপদে আপদে ভাই বোনের অটুট সম্পর্কের বন্ধন
চিরকাল ভাইরা থাকুক নিরাপদ এটাই বোনেদের কাম্য।


            ********