গলির মধ্যে সংকীর্ণ আলোর রেখা ছুঁয়ে যায়
ঝড়ো বাতাসও ঢোকে না তস্য গলিতে -
সবুজ ঘাসের পাতায় লেগে আছে ধুলোর পাহাড়।


ভালোবাসার গণ্ডি ধনী গরীবের মাঝে চিরদিন
ফুটন্ত ফুল অবুঝ গলির আবদার বোঝে না -
গরীবের চোখের জলে তৈরি হয় আস্ত একটা নদী।


গাছের ডালে বিহ্বল বসে ডানা ভাঙা চিল
যন্ত্রণার রঙ কখনও ফিকে হয় না গরীবের -
বড়লোকের বিদেশী গাড়ী ঢোকে না সংকীর্ণ গলিতে।


ধনী গরীব দুটো শরীর ভালোবাসা মানে না
বিশ্বাসে তৈরি হয় ভালোবাসার মোহরকুঞ্জ -
গরীবের মেয়ে বিদেশী গাড়ী চড়ে অভিমান যায় কি ভুলে?


        *********