চাঁদের আলোয় চরাচর মাখামাখি
পথভোলা নদী স্রোত অন্তহীন খেলা করে
উতলা বাতাসে ঢেউ আছড়ে পড়ে কূলে
ভাঙনের কথা লেখা হয় মন উপকূলে।


শতাব্দী পেরিয়ে যায় ছলনার হাত ধরে
নদী জানে তার গোপন ক্ষয় ...
জলদস্যুরা ভুলে গেছে নদীর পাগলামি
পথ চেয়ে বসে আছে বন্য জ্যোৎস্না।


ভৌগলিক সীমারেখা মুছে দেয় নদীর স্রোত
ভ্রাম্যমাণ চাঁদ হাতছানি দেয় মনের জানালায়
গল্পের শেষ পাতায় লেখা হয় মিলনের গান
স্নিগ্ধ নদী জল ছলাৎ ছলাৎ শব্দে প্রবাহমান।


খেয়াঘাটে দাঁড়িয়ে অজস্র নারী পুরুষ -
দীর্ঘ প্রতীক্ষায় কূলে ভেড়ে ভালোবাসার নৌকা
ভোরের প্রথম আলোয় ভেসে যায় যৌবন
তরঙ্গহীন নদী জল বয়ে চলে আপন খেয়ালে।।


            **********