শুকনো গাছে ফুটবে ফুল
দেখবো নয়ন ভরে
সুখের নদী কান্না মুছে
গাইবে নতুন সুরে।


ফুলের শোভা হৃদয় মাতায়
এসেছে চৈত্র মাস
রিনিক ঝিনিক নূপুর ধ্বনির
করছে হৃদয়ে ত্রাস।


ফাগুনের দিন দখিনা হাওয়ায়
গাইবো সোহাগের গান
স্বপ্ন কাজল দুচোখ জুড়ে
স্পর্শে জাগুক প্রাণ।


পাতার আড়ালে লুকিয়ে কোকিল
করছে কুহু রব
সুরের মায়ায় যাদুর ছোঁয়ায়
মাতাল প্রেমিক সব।


মরমী বাঁশির সোহাগ সুরে
ভালোবাসা খুঁজছে ছন্দ
ফাগুনের বেলা হবে অবসান
মুছুক সকল মন্দ।


      ******


রচনাকাল - ০৭/০৪/২০২১