বেঁচে থাকার ঠাইটা আছে  
তুবও পাচ্ছি ভয়
ছায়ার সাথে নিজের যুদ্ধে
কবে করবো জয়!


হৃদয় খুঁড়ে দুঃখ যত
বুকের ভেতর রাখি
কান্না মুছে হাসবো কবে
জীবন এখনো বাকী!


তীব্র দহনে যাচ্ছে পুড়ে
পাথর চাপা বুক
স্রোতের টানে যাচ্ছে ভেসে
আমার যত সুখ!


অভিমানী চোখ রাত্রি জাগে
ভালোবাসা মরা নদী
চোখের কাজলে পূর্ণিমা চাঁদ
হঠাৎ ডোবে যদি!


দিগন্ত ছুঁয়ে জাগছে প্রভাত
নিজের যুদ্ধে অন্ধ
বাঁচার জন্যে আর কতদিন
লড়াই হবে বন্ধ!


ডানা মেলে যাচ্ছে উড়ে
ভালোবাসা সুখ শান্তি
দু’হাত পঙ্গু ধরবো কেমনে
হৃদয়ে নামছে ক্লান্তি!


   ****