দমকা হাওয়ায় খুলে গেল বন্ধ দরজা জানালা
শুধু মনের ঘরের কিছুই খোলা গেল না
অথচ সব কিছু উজাড় করার কথা ছিল।


শ্রাবণ ধারায় ভেসেছে চোখের জল
ভালোবাসার খাম ছিঁড়ে দেখি
সব গোপন অক্ষর ঝাপসা হয়ে গেছে।


ঝাউবনের মাথা ছুঁয়ে যায় মেঘের দল
উত্তাল সমুদ্রে মিশে যায় দিগন্তরেখা ...
হৃদয়ের ঢেউ ভেঙে ভেঙে হয় উৎসব।


ভাটিয়ালী সুরে খুঁজে বেড়াই ভালোবাসার বন্দর
শরীরের উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ে কাক জ্যোৎস্নায়
অভিমানে মুখ লুকিয়ে রক্তাক্ত হয়েছি বার বার।।


             *******