একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমার স্বপ্নের রোদ্দুর
ভালোবাসার বিষুবরেখায় এখন মরা নদীর স্রোত –
দু’চোখে ছিল রঙিন স্বপ্নের মোহময় হাতছানি।


শরতের শিউলির মত ঝরে গেছে ভালোবাসার রঙ
হিমেল বাতাসের স্পর্শে জেগে উঠছে কিশোর বেলার স্মৃতি
জলপ্রপাতের শব্দের মত চঞ্চল দুটি হৃদয়ের কোলাহল।


ধনী গরীবের এত তফাৎ আগে ছিল সবটাই অজানা
ধনীর মেয়ে সাথে গরীবের ছেলের ভালোবাসা – অসম্ভব
বসন্তের রোদ্দুর মাখতে মাখতে বিয়ে হয়ে গেল ধনীর ঘরে।


বেচারা গরীব, তোর জন্যে ঝরে যাওয়া বাসি শিউলি ফুল
সভ্য জগৎ সভ্য মানুষ, মুখোশ পরে সভ্যতার কথা বলি
ভালোবাসার কদর কবে দেবে আধুনিক সভ্য মানুষ!


কাশফুলের বনে দামামা বাড়িয়ে শুরু হয়েছে আগমনী গান
অবুঝ দুটি হৃদয়ের নীরব কান্নার দাম কেউ দিল না –
পুজোর আলোক মালার মধ্যে ভেসে উঠছে সেই কিশোরীর মুখ।


      **********


রচনাকাল – ১৬/১০/২০২০