বুকের ভেতর আটকে আছে কাঁটা ঝোপ
কজন জানে ব্যথার অনুভূতি
আকাশের মুখ গোমড়া কালো জানি
তবুও হাসতে হবে সারাটাদিন ।


হৃদয় জুড়ে রয়েছে গোপন একটা  চাবি
ভালোবাসার জানালায় হালকা রোদের ছোঁয়া
তবুও সেখানে আজ কাঁটার বন
রঙচটা দেওয়ালের মত বিবর্ণতায় ভরা।


সময়ের সাথে বদলে যায় মানুষের মুখ
ভালো বাসা হাত ছেড়ে দাঁড়িয়ে আছে একা
মুখের অপার্থিব হাসি ক্রমশ যাচ্ছে মিলিয়ে
তবুও সব্বাই আমরা হাসছি হাঃ হাঃ হাঃ ...


উৎসবের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশ থেকে
মানুষের মনের রঙ এখনও লেগে আছে হৃদয়ে
সব দুঃখ কান্না ভুলে থাকতে চায় মানুষ
পুজোর আনন্দে মেতে উঠুক  সব্বাই।


       *******