নিয়ম মেনে ব্যায়াম করো শরীর থাকলে রোগ
সময় মত দুমুঠো খাও দিও সুস্বাদু ভোগ!


জমা খরচ হিসেব করো রইবে সবই পড়ে
হাসি খুশি কান্না ব্যথা কবির কলম নড়ে।


রামধনু রঙ মনের পাতায় দেখো সবাই স্বপ্ন
চৈত্র রোদে যাবে শুকিয়ে রঙিন ভাবনা ভগ্ন।


জোছনা আলো শিরায় শিরায় রাত্রি জাগা ভোর
ধনী গরীব মুক্তো খোঁজে হৃদয়ে দিয়েছে দোর।


বালুচর জুড়ে লক্ষ ঝিনুক ক'জনে পায় মুক্তো
যেতেই হবে চিতার পরে হবে সবাই রিক্ত।


স্মৃতির পাতায় একমুঠো রোদ জীবন খেলাঘর
ভালোবাসার কাঙাল সবাই খুঁজবে আপন পর!


              ********