প্রতিটি জোয়ার ভাটায় উঠে আসে না মনিমুক্ত
ভালোবাসার গভীরতা ছড়িয়ে পড়ে বালুচরে
এক পলক দৃষ্টি বিনিময়ে ঝরে পড়ে সোনা রোদ্দুর
চোখের নীলিমায় আঁকা হয় গোপন সৌরভ।


দেউলিয়া শরীর মরণ বোঝে না ...
ভালোবাসায় ভেসে যায় উজানী চাঁদ
বাতাসে ঢেউ লাগে রাত জোনাকির গানে
যৌবন জেগে থাকে সোনালী জ্যোৎস্নায়।


ভালোবাসার সোপান ছুঁয়ে যায় চোখের কাজল
জীবনের পান্ডুলিপির পরতে পরতে সৌরভ থাকে না
কখনোবা ঢুকে পড়ে কালো মেঘের ছায়া
রাত জেগে বসে থাকে অচেনা ফুলের গন্ধ।


বসন্তের শেষ বিকেল হাঁটু মুড়ে বসে -
চাপা অভিমানে লেখা হয় মৌন শপথ
নিবিড় অন্ধকারে জন্ম নেয় নতুন সৃষ্টি
নারীর ভালোবাসার মূল্য দিতে পারে ক’জন পুরুষ!


         *******