তোমার জন্যে এনেছি বসন্ত দিন -
চোখের কাজলে এঁকে দিখেছি স্বপ্নের সোহাগ
বিজন রাত গভীরে হলে ভালোবাসায় লেখা হয় মহাকাব্য।


ফসিল শরীর পুড়ে যায় ওষ্ঠের আলিঙ্গনে
ঝাউপাতার সোঁ সোঁ শব্দে ভালোবাসারা কথা বলে
হৃদয়ের গভীরে ডুব দিয়ে উঁকি দেয় দুটি অতৃপ্ত শরীর।


ভালোবাসার পরাগরেণু থেকে কুড়িয়ে নিচ্ছে সুখের রোদ্দুর
ফুলের সৌরভ থেকে নীল সোহাগ খুঁজে নেয় ভ্রমরের দল
বসন্ত দিন ফিরে ফিরে আসে ভালোবাসার আঙিনায়।


ফুলের বুকে মধু থাকুক বা না থাকুক ভ্রমর আসবেই
ভালোবাসার টানে ভালোবাসার মানুষ আবার হৃদয়ের ঘ্রাণ নেবে
সোহাগের নীল বাগিচায় লক্ষ কোটি গোলাপের জন্মান্তর ঘটে।


           ******


রচনাকাল  - ৩০|০৫|২০২২