জেনে শুনে আমি ঢুকেছি আগুনের ভিতর
পুড়ে যাচ্ছে শরীরের অস্থি মজ্জা হাড় –
শিরা উপশিরা দিয়ে বয়ে যাচ্ছে বিষ রক্তের স্রোত
এতটুকু কী পুণ্য করিনি কখনো এই জীবনে!


আত্মা শরীর থেকে বেরনোর আপ্রাণ চেষ্টা করছে
কিন্তু পারছে কই এই মায়াময় শরীর থেকে যেতে
শরীরটা দাউদাউ করে লেলিহান শিখায় জ্বলছে
অবাধ্য মনটা পুড়ছে কই ...


সংসারী মানুষের প্রাণ এত সহজে যাওয়ার নয়
ছড়িয়ে ছিটিয়ে আছে জীবনের মোহময় রূপ
কতটা ত্যাগ স্বীকার করলে মানুষ পুণ্য অর্জন করে
জানা নেই, কখনো জানবার চেষ্টাও করিনি!


ল্যাম্প পোস্টের ম্রিয়মাণ আলোর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম
মধ্যরাতের স্বপ্নগুলো কেমন অলীক মনে হয়
জীবনটা বড্ড কঠিন, ব্যস্ততায় ভরা –
মায়া মমতার বন্ধন থেকে মানুষ সহজে মুক্তি পায় না।


সব মানুষই বাস্তবিকই আগুনের ভিতর দিয়ে হাঁটছে
হাঁটতে হাঁটতে সব্বাই ক্লান্ত হয়ে পড়ছে ...
ভালোবাসার সীমারেখা পেরিয়ে মানুষ হেঁটে চলেছে
বন জঙ্গল পাহাড় পর্বত আগুন বন্যা সবই সেখানে নগণ্য!


          *******