শীতের মোলায়েম রোদে ভালোবাসার উপত্যকা
উদাস ভঙ্গিমায় হেঁটে চলে যায় ...
সূর্যের তাপে মিশে আছে উত্তরে হাওয়া
শীত পাখিরা ভালোবাসার উত্তাপ মাখে সারাদিন।


শীতের দেশে নেমেছে বরফের পাহাড়
চোখের পাতায় জমতে থাকে বরফ
প্রতিটি ঘরে জ্বলছে আগুনের বরণডালা
বরফের বিছানায় হয় সোহাগ রাত।


ক্লান্ত বিকেলের মৃয়মান রোদে
মুখ মুছে চলে যায় সাদা বকের দল
ঝিলের জলে উৎফুল্ল পরিযায়ী পাখিরা
শীতের সাঁঝবেলা মাটিতে লুটিয়ে ধুঁকছে।


ভোরের কুয়াশার তীব্রতা ক্রমশ বাড়ছে
শীত বিদায়ের হাতছানি উঁকি দেয় দরজায়
চাঁদ জেগে আছে মাঝ আকাশে –
শীত ঘুমে ডুবে আছে বিশ্ব চরাচর।।


       ********