প্রতিদিনই দিনটা শুরু করতে চাই প্রভাতের সূর্যের মত
কিন্তু কেমন করে নিজের চারদিক ভরে যায় ঘন কুয়াশায়
ভোরের পবিত্র আলোময় দিনটা ঘনিয়ে আসে গোধূলির অন্ধকারে
শিশির ভেজা খুশির ভোর কালিমালিপ্ত হয়ে যায় নিমিষে।


ছন্দ সুর লয় সবই হারিয়ে যায় অতল জলের গভীরে
টুকরো টুকরো অভিমান বাসা বাঁধে হৃদয়ের অলিন্দে
এমন হয় কেন জানি না, তবুও ঘটে যায় সবকিছু...
ভালোবাসার বারান্দায় উঁকি দিয়ে চলে শীতের অলস রোদ্দুর।


সব্বার জীবনে আছে কী এমন অলৌকিক উত্থানপতন
নাকি সবই আমার বেলায় ঘটে এমন অঘটন -
ঘন কুয়াশা ঠেলতে ঠেলতে কেটে যায় অনেকটা বছর
যখন হুঁশ ফেরে, দেখি নিজের ছায়া অনেকটা লম্বা হয়ে গেছে।


অবলা জীবের মত নীরবে চেয়ে থাকি আকাশের দিকে
ক্রমশ গোধূলির হাত ধরে নেমে আসে আঁধার রাত
নিজের অজান্তেই খুঁড়েছি নিজের মরণ কবর -
সমস্ত রাত ছটফট করি মানসিক যন্ত্রণায়, ভোর হয় চির সত্যের নিয়মে।


        *********


রচনাকাল – ০১/১২/২০২১